রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায় ডেনমার্ক

                                                             ডেনমার্কের উন্নয়ন মন্ত্রী উলা টরনেস

ঢাকা প্রতিনিধি: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতের পাশাপাশি রাখাইনে নির্যাতনে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে মিয়ানমারের ওপর চাপ অব্যহত রাখবে ডেনর্মাক। ঢাকায় সফররত ডেনমার্কের উন্নয়ন মন্ত্রী উলা টরনেস এ কথা জানান।

তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়ার আগে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হলে তাদের অধিকার নিশ্চিত করতে হবে। না হলে তারা ফিরে যেতে উৎসাহিত হবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বেসলি।

এক প্রশ্নের জবাবে ডেভিড জানান, রোহিঙ্গা পুনর্বাসনে মিয়ানমারকে সহযোগিতা করছে বিশ্ব খাদ্য কর্মসূচি। তবে সুযোগ পেলে সরাসরি রাখাইনে সহায়তা পাঠাতে চায় তারা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.