রোমাঞ্চকর লড়াইয়ে জার্মানি-নেদারল্যান্ডসের পয়েন্ট ভাগাভাগি

বিটিসি স্পোর্টস ডেস্ক: ম্যাচ শুরু হতেই জার্মানির জালে বল! সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল তারা। একটা পর্যায়ে এগিয়েও গেল দলটি, তবে ধরে রাখতে পারল না ব্যবধান। ঘরের মাঠে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল নেদারল্যান্ডস।
আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় মঙ্গলবার রাতে উয়েফা নেশন্স লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচে টিয়ানি রেইন্ডার্স ডাচদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন ডেনিজ উন্দাভ। জসুয়া কিমিখের গোলে জার্মানরা এগিয়ে যাওয়ার পর সমতা ফেরান ডেনজেল ডামফ্রিস।
দুই দলই জয়ে আসর শুরুর পর দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল। প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৫-২ গোলে হারিয়েছিল নেদারল্যান্ডস, হাঙ্গেরির বিপক্ষে ৫-০ গোলে জিতেছিল জার্মানি।
ম্যাচের ১ মিনিট ৩৯ সেকেন্ডেই জার্মানির জালে বল পাঠিয়ে ডাচ সমর্থকদের উল্লাসের উপলক্ষ এনে দেন রেইন্ডার্স। মাঝমাঠ থেকে বল বাড়ান রায়ান গ্রাভেনবার্চ। অফসাইডের ফাঁদ এড়িয়ে বল ধরে বক্সে ঢুকে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে ঠিকানা খুঁজে নেন রেইন্ডার্স।
আগের ম্যাচে বসনিয়ার বিপক্ষে দলের দ্বিতীয় গোলটি করেছিলেন ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার।
পঞ্চদশ মিনিটে অল্পের জন্য দ্বিগুণ হয়নি ব্যবধান। শাভি সিমন্সের ফ্রি-কিকে বক্সে ডামফ্রিসের হেড যায় বাইরে দিয়ে। ২১তম মিনিটে সুযোগ পান সিমন্স, বক্সে ঢুকে তার নেওয়া শট ঠেকিয়ে দেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন।
শুরু থেকে বল দখলে এগিয়ে থাকা জার্মানি বারবার আক্রমণে উঠলেও, ডাচ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারছিল না তারা। ৩৮তম মিনিটে বক্সে ঢুকে ফ্লোরিয়ান ভিরৎজের নেওয়া শট বার্ট ভেরব্রুখেন ফিরিয়ে দেওয়ার পর জোরাল হাফ ভলিতে সমতা ফেরান উন্দাভ।
জাতীয় দলের হয়ে স্টুটগার্টের ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের চার ম্যাচে প্রথম গোল এটি।
৪২তম মিনিটে চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন নেদারল্যান্ডসের ডিফেন্ডার নাথান আকে। তার ক্লাব ম্যানচেস্টার সিটির জন্য যা দুঃসংবাদ।
প্রথমার্ধের যোগ করা সময়ে জার্মানিকে এগিয়ে নেন অধিনায়ক কিমিখ। সতীর্থের ক্রসে দূরের পোস্টে ডাভিড রাউম দারুণ স্লাইডে বল পাঠান ছয় গজ বক্সের বাইরে। উন্দাচের প্রচেষ্টা এক ডিফেন্ডার ঠেকালেও, কাছ থেকে বল জালে পাঠান অরক্ষিত কিমিখ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য সমতায় ফেরে ডাচরা। ৫১তম মিনিটে বক্সের ভেতর বাঁ দিক থেকে ব্রায়ান ব্রবির পাস পেয়ে কাছ থেকে লক্ষ্যভেদ করেন ডামফ্রিস।
বাকি সময়ে দুই দলই সুযোগ পায় একাধিক, তবে কাজে লাগাতে পারেনি কেউই। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.