রোনালদোর সঙ্গে বিশেষ মুহূর্ত স্মরণ করলেন বিপাশা বসু

বিটিসি স্পোর্টস ডেস্ক: ভারতীয় বলিউড অভিনেত্রী বিপাশা বসু সম্প্রতি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ২০০৭ সালের এক থ্রোব্যাক ভিডিও প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে একই মঞ্চে উপস্থিত।
ভিডিওতে বিপাশা লিখেছেন, আইকনিক স্টেজ মোমেন্ট, বিপাশা বসু উইথ রোনালদো।
জানা গেছে, ২০০৭ সালে পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তারা একসঙ্গে মঞ্চে উঠেছিলেন। পরে অনুষ্ঠানের আফটার পার্টিতেও দেখা হয় দুইজনের। সেই সময়ের একটি ছবি সামাজিক মাধ্যমে প্রচুর চর্চা বেঁধেছিল, যেখানে অনেকেই মনে করেছিলেন রোনালদো বিপাশাকে চুম্বন করছেন। তবে বিপাশা পরে ‘আপকে আদালত’ অনুষ্ঠানে জানান, ছবিটি চুম্বনের নয়, বরং শব্দের কারণে রোনালদোকে কথা বলার জন্য ঝুঁকে আসতে হয়েছিল, যা ভুল বোঝাবুঝির জন্ম দেয়।
বিপাশার সেই ছবির প্রকাশ রোনালদোর সম্প্রতি প্রেমিকা জর্জিনা রদ্রিজের সঙ্গে বাগদানের পর আবারও আলোচনার জন্ম দিয়েছে। তবে অভিনেত্রী এই বিষয়ে কোনো মন্তব্য এখনও করেননি।
এদিকে, রোনালদো ও জর্জিনা দীর্ঘ ৮ বছরের সম্পর্কের পর বাগদান করেছেন, এবং জর্জিনা সামাজিক মাধ্যমে আংটির ছবি পোস্ট করে লিখেছেন, হ্যাঁ, তোমাকেই চাই এই জীবন আর সব জীবনে।
বর্তমানে তারা পাঁচ সন্তানের বাবা-মা। সন্তানদের নাম ক্রিস্টিয়ানো জুনিয়র, জমজ ইভা-মাতেও, আলানা এবং বেলা। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.