রাজশাহীতে মৃত্যু-১৫, করোনা রোগী ছাড়িয়েছে ২ হাজার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার সিভিল সার্জন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, রাজশাহী জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে মারা গেছেন ১৫জন। আর সুস্থ হয়েছেন ৬০২ জন।

আজ শনিবার সিভিল সার্জনের দেয়া তথ্যে দেখা যায়, জেলায় বর্তমানে মোট ২ হাজর ৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীতেই অবস্থান করছে ১ হাজার ৬১২জন।

আর বাকি ৪২৭ জন জেলার ৯টি উপজেলার বাসিন্দা। উপজেলার ৪২৭ জন করোনা আক্রান্তদের মধ্যে বাঘার ৪০, চারঘাটের ৩৭, পুঠিয়ায়র ২৫, দুর্গাপুরের ২৭, বাগমারার ৪৬, মোহনপুরের ৬৩, তানোরের ৫৯, পবার ১০১, গোদাগাড়ীর ২৯ জন।

এদিকে আক্রান্তদের মধ্যে ১৫ জন মারা গেছেন। যার মধ্যে রাজশাহী নগরীর ৮জন, বাঘার ১, চারঘাটে ২, মোহনপুরে ১ পবায় ৩ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬০২ জন।

যাদের মধ্যে নগরীর ৪২৭ জন। এছাড়া বাঘার ১৬, চারঘাটের ২৩, পুঠিয়ায়র ২২, দুর্গাপুরের ৯, বাগমারার ১৬, মোহনপুরের ৪১, তানোরের ২৯, পবার ২৩, গোদাগাড়ীর ৬ জন সুস্থ করোনা থেকে হয়েছেন। 

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম বাবুল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.