রাজশাহীতে খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের ঝাড়ুদার দায়িত্ব পালন করছেন ইন্সপেক্টরের

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয়ের মাসুদ রানা নামের এক মাস্টার রোল কর্মচারীর (ঝাড়ুদার) বিরুদ্ধে নানা ধরণের অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, তিনি তার পদের অপব্যবহার করে ইন্সপেক্টরের দায়িত্ব পালন করছেন এবং ডিলার ও মিলারদের কাছ থেকে ঘুষ নিচ্ছেন।
অফিসের ফাইলপত্র সংক্রান্ত সব কাজ নিজেই করেন তিনি। এছাড়াও একজন কর্মকর্তার মতো চেয়ার-টেবিলে বসে কাজ করেন, যা নীতিমালা লঙ্ঘন।
স্থানীয়রা তাকে কর্মকর্তা হিসেবেই চেনেন। তার যাতায়াত খরচ ডিলার ও মিলারদের বহন করতে হয় বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
একাধিকবার তাকে অপসারণের জন্য আবেদন করা হলেও রহস্যজনক কারণে তিনি এখনো স্বপদে বহাল আছেন।
একজন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার জানিয়েছেন প্রতিটি ডিও লেটার নিতে তাকে আনুপাতিক হারে ঘুষ দিতে হয়।
জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে মাসুদ রানা বিটিসি নিউজকে বলেন, এটি তার বিরুদ্ধে অপপ্রচার এবং একটি গোষ্ঠী অবৈধ সুবিধা না পেয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।
এ ব্যপারে তানোর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মলিউজ্জামান সজিব বিটিসি নিউজকে জানান, জনবল সংকটের কারণে তাকে দিয়ে অফিসের কাজ করানো হয়। তিনি আরও বলেন, খুস নেয়ার বিষটি আমার জানা নেই। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.