নিজস্ব প্রতিবেদক:রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার পরিদর্শন করেন বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রনালযের অতিরিক্ত সচিব মোঃ ইকবাল হোসেন। তিনি স্টেডিয়ামের গ্যালারী, জিমনেসিয়াম, অডিটিরিয়ম,সুইমিংপুল এর অবস্থা জরাজীর্ন অবস্থা জার সংস্কার করা দ্রুত প্রয়োজন তবে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সন্তোসজনক বলে আমি মনে করি।
পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
উপস্থিত সদস্যগনের সাথে মতবিনিময়কালে সার্বিক বিষয়গুলো সংস্কার জন্য প্রাক্কলন তৈরী করে প্রতিবেদন আকারে জেলা প্রশাসকের মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদে প্রস্তাব আকারে প্রেরণ করা হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা জাবে বলেও তিনি মতামত ব্যক্ত করেন।
পরিদর্শন শেষে গত বৃহস্প্রতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৭টায় ভিজিটরস বুকে স্বাক্ষর করেন তিনি।
এ সময় জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব এটিএম গোলাম মাহবুব, এডহক কমিটির সদস্য মোঃ তৌফিকুর রহমান রতন, মেহেদী হাসানসহ কর্মচারীগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.