রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ছাত্রলীগ-আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

 

ঢাকা প্রতিনিধি: রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীদের ধাওয়ায় পিছু হটে ছাত্রলীগ।
রোববার (৪ আগস্ট) সকাল ১০টার দিক থেকেই সাইন্সল্যাব এলাকায় জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা। সকাল ১১টার দিকে বাটা সিগন্যালের দিক থেকে আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে সায়েন্সল্যাবের দিকে আসতে থাকে এবং আন্দোলনকারীদের ধাওয়া দেয়।।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের পাল্টা ধাওয়া দিলে সেখান থেকে পিছু হটে। এ সময় ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া যায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করে রোববার (৪ আগস্ট) থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম শনিবার (৩ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.