রাজধানীতে জাল ক্লিয়ারেন্স তৈরি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড

ক্রাইম (ঢাকা) রিপোর্টার: রাজধানীর মিরপুর ট্রাফিক বিভাগের অভিযানে জাল ক্লিয়ারেন্স তৈরি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিআরটিএ আদালত-৯ এর ম্যাজিস্ট্রেট তাসমিয়া জায়গীরের নির্দেশে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সাজা পাওয়া দুই ব্যক্তি হলেন, হুমায়ুন রশিদ (২৮) ও নুরুল ইসলাম সৈকত (২১)।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
ডিএমপি উপ-কমিশনার জানান, সোমবার (৪ আগস্ট) মিরপুর-ট্রাফিক বিভাগের প্রসিকিউশন শাখায় দুজন ব্যক্তি ট্রাফিক ক্লিয়ারেন্স নিতে এলে তাদের জমা দেওয়া জিডি ও পুলিশ ক্লিয়ারেন্স কাগজে জাল সিল ও স্বাক্ষর ধরা পড়ে।
জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করে, তারা বিআরটিএ সংলগ্ন একটি কম্পিউটার কম্পোজের দোকান থেকে ৭০০ টাকার বিনিময়ে ‘জিডি ও ক্লিয়ারেন্স প্যাকেজ’কিনেছিলেন। তবে, তাদের জমা দেওয়া গাড়ির বিরুদ্ধে মামলা থাকায় বিআরটিএ ক্লিয়ারেন্স বাতিল করে পুনরায় ট্রাফিক অফিসে পাঠায়, যা জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আনে।
ডিসি ট্রাফিক মিরপুরের নেতৃত্বে গঠিত একটি টিম মিরপুর আর্মি ক্যাম্পের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে জালিয়াতি চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে ভুয়া ডকুমেন্ট, সিল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
আটকদের বিআরটিএ আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তাসমিয়া জায়গীর তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।
জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে মিরপুর ট্রাফিক বিভাগের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সেই সাথে সাধারণ জনগণকে দালাল বা অবৈধ পন্থার আশ্রয় না নিয়ে সরকারি সেবা গ্রহণে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করার অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ক্রাইম (ঢাকা) রিপোর্টার মো: রুহুল আমীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.