রংপুরে সিএনজি ও মাহিন্দ্রা গাড়ির রেজিস্ট্রেশন প্রাপ্তির দাবিতে মানববন্ধন 

রংপুর প্রতিনিধি: রংপুরে বিভিন্ন সড়কে চলাচলকারী থ্রিহুইলার  সিএনজি  মাহিন্দ্রা গাড়ির রেজিস্ট্রেশনের দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় রংপুর প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন সমাবেশের আয়োজন করে জেলা সিএনজি-মাহিন্দ্রা মালিক ও শ্রমিক সংগঠন। এতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন রুটে চলাচলকারী সিএনজি মাহিন্দ্রার মালিক শ্রমিকরা অংশ নেন।
মানববন্ধনে অংশ নিয়ে মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি জাকির হোসেন কাঞ্চন বলেন, ‘রংপুরের বিপুল সংখ্যক শ্রমিক ও বেকারদের জন্য কোন কর্মসংস্থান নেই। যার ফলে জীবিকার তাগিদে অনেক মানুষ ধার দেনা- ঋণ করে সিএনজি মাহিন্দ্রা কিনে জীবিকা নির্বাহ করে। মহানগর পুলিশ বা রংপুর সিটি কর্পোরেশন এসব বাহনের বৈধ উপায়ে রেজিস্টেশন দেওয়ার প্রক্রিয়া এখনো চালু করেনি। এতে রেজিস্ট্রেশন না পেয়ে সড়কে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে এসব সিএনজি-মাহিন্দ্রার চালক ও শ্রমিকরা।
রংপুরে প্রায় ৫ শতাধিক এসব বাহনের দ্রুত রেজিস্ট্রেশন দিয়ে বৈধ উপায়ে চলাচলের ব্যবস্থা করতে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবিও জানান তিনি।’
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, রংপুর জেলার বিভিন্ন দুর্গম সড়কে প্রায় পাঁচ শতাধিক সিএনজি মাহিন্দ্রা চলাচলের ফলে যোগাযোগ ব্যবস্থায় অনন্য ভূমিকা রেখে চলেছে এই বাহনগুলো। রংপুর নগরীতে আট হাজার রেজিস্ট্রেশনের বিপরীতে ৪০ হাজারের অধিক অটো রিক্সা চলাচল করে দুর্ভোগ সৃষ্টি করে চলেছে। অথচ বৈধ উপায়ে পরিবেশবান্ধব সিএনজি মাহিন্দ্রা কিনে রেজিস্ট্রেশান না পেয়ে সড়কে নানা হয়রানির শিকার হচ্ছে শ্রমিকরা। গত সপ্তাহে রংপুরে রেজিস্ট্রেশন বিহীন সব সিএনজি মাহিন্দ্রা চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়। যার ফলে এর সাথে জড়িত প্রায় ৫ হাজার পরিবার কর্মহীন হয়ে পরে। তাই অবিলম্বে এসব পরিবহনের বৈধ উপায়ে রেজিস্ট্রেশন ও সড়কে হয়রানিমুক্ত চলাচলের দাবি করেন তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন সমাবেশে অংশ নেয়া শ্রমিক সংগঠনের নেতারা।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন মাহিগন্জ শাখার সভাপতি বিটুল ইসলাম,দর্শনা শাখার সভাপতি মমিনুল ইসলাম, বদরগঞ্জ উপজেলা শাখার সভাপতি শহীদুল ইসলামসহ
রংপুর জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও মহানগরের সব কয়টি ওয়ার্ড থেকে আগত সিএনজি ও মাহিন্দার চালক ও শ্রমিকরা ব্যানার ফেস্টুন হাতে উপস্থিত থেকে বিভিন্ন দাবি তুলে ধরেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.