মোরেলগঞ্জে মুুক্তিযোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাগেরহাট জেলা বিএনপি নেতা ও মোরেলগঞ্জ-শরণখোলা-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের বিএনপি’র সম্ভাব্য প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন জাতীর শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে বিএনপি দলিয় কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক ফারুক হোসেন সামাদ, বিএনপি নেতা আফজাল হোসেন জোমাদ্দার, মশিউর রহমান শফিক, মতিউর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, উপজেলা শ্রমিক দল সভাপতি মজনু মোল্লা, পৌর সভাপতি মাসুদ খান চুন্নুসহ বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভার পূর্বে বীর মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছা জানিয়ে উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি কাজী খায়রুজ্জামান শিপন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.