মোরেলগঞ্জে বিএনপি নেতার পূজামন্ডপ পরিদর্শন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসবের প্রস্তুতি সম্পর্কে জানতে বাগেরহাটের মোরেলগঞ্জে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির নেতৃবৃন্দ।
মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির সদস্য দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন সার্বজনীন কেন্দ্রীয় হরিসভা মন্দির, সেরেস্তাদারবাড়ী সার্বজনীন দুর্গা মন্দির ও সাধক রামপ্রসাদ মন্দির সহ পৌরসভা সদরের অপর দূর্গা মন্দিরগুলো পরিদর্শন করেন।
উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা শ্রমিকদলের সভাপতি মজনু মোল্লা ও পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান জুয়েল, হিন্দু বৈদ্য ঐক্য ফ্রন্টের উপজেলা সভাপতি রবিন মৃধা, কেন্দ্রীয় হরিসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক দিপক কর্মকার, শিক্ষক সুভাস চন্দ্র হালদার সহ হিন্দু সম্প্রদয়ের বিভিন্ন নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.