মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের শিক্ষাজীবনে আরও অগ্রসর হওয়ার অনুপ্রেরণা দেওয়াই লতিফ মাস্টার ফাউন্ডেশন লক্ষ্য : বাগেরহাটে সাবেক সচিব ড ফরিদুল ইসলাম
বাগেরহাটপ্রতিনিধি: এইচএসসি-তে ভর্তির আগে বৃত্তি পেল বাগেরহাটের মেধাবীরা, এইচএসসি ভর্তি প্রক্রিয়া শুরুর সাথে সাথে বিশেষ বিবেচনায় এক ঝাঁক মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে বাগেরহাটের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাতিঘর খ্যাত প্রতিষ্ঠান লতিফ মাস্টার ফাউন্ডেশন। এই শিক্ষার্থীরা এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছেন এবং ইতোমধ্যে কলেজে ভর্তি হতে শুরু করেছেন।
গতকাল বিকালে বাগেরহাট সদর উপজেলা বেশরগাতি গ্রামে অবস্থিত ফাউন্ডেশনের বিএসটিআই মিলনায়তনে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে (ভার্চুয়ালি) সভাপতিত্ব করেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের উপদেষ্টা ও প্রয়াত শিক্ষক লতিফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র সাবেক সচিব ড. মোঃ ফরিদুল ইসলাম বাবলু।
প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব অধ্যাপক আবু সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন উসেকার সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা বেগ শামীম হাসান, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মোঃ নজরুল ইসলাম, এবিএম শামসুজ্জামান এবং চিরুলিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মুফতি মহিবুল্লাহ।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হর প্রসাদ হালদার মিঠু, ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মোঃ ওয়ালিউল্লাহ, শিক্ষক শাহজাহান আলী, মোঃ আল-ইমরান, বোহারান প্রমুখ।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বাগেরহাট অফিসার্স ফোরাম এর আহবায়ক এবং লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড ফরিদুল ইসলাম বাবলু বলেন, বাগেরহাট জেলার ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি প্রদান করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের শিক্ষাজীবনে আরও অগ্রসর হওয়ার অনুপ্রেরণা দেওয়াই আমাদের লক্ষ্য।
তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, তোমাদের সাফল্যই আমাদের গর্ব। আগামী দিনগুলো আরও উজ্জ্বল হোক এই কামনা করি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.