মেক্সিকোতে বাস উল্টে নিহত-১৪

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে একটি সড়ক দুর্ঘটনায় ১৪ জন প্রাণ হারিয়ে। এছাড়া আহত হয়েছে আরও ৩১ জন। স্থানীয় সময় রোববার ওই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে বলে এএফপির এক প্রতিবেদনে জানানো হয়।
মেক্সিকো রাজ্যের রাজধানীর উপকণ্ঠে ওই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করা হয়েছে। স্থানীয় নিরাপত্তা সচিব জানিয়েছেন, সড়কপথে একটি বাস উল্টে গেলে ওই হতাহতের ঘটনা ঘটেছে।
জাতীয় পরিসংখ্যান ইন্সটিটিউট জানিয়েছে, ২০২০ সাল থেকেই মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। গত বছর ৩ লাখ ৭৭ হাজার ২৩১টি সড়ক দুর্ঘটনার খবর রেকর্ড হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি, উত্তর-মধ্য রাজ্য সান লুইস পোটোসিতে একটি সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। এর মধ্যে চারজনই ছিল শিশু।
গত শনিবার একটি ট্রাক অভিবাসীদের ওপর উঠে গেলে তিনজন নিহত হয়। দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। ওই ঘটনায় চালক এখনও পলাতক রয়েছেন।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি কুইন্টানা রু, তুলুমের বীচ রিসোর্ট এবং পুয়ের্তো অ্যাভেনতুরাস শহরের সংযোগকারী একিটি হাইওয়েতে দুর্ঘটনায় আর্জেন্টিনার পাঁচ পর্যটক এবং একজন মেক্সিকান নাগরিক মারা যান।
এছাড়া গত ২৪ ফেব্রুয়ারি উত্তর-মধ্য মেক্সিকোর সান লুইস পোটোসি রাজ্যে আরেকটি দুর্ঘটনায় ১০ জন নিহত হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.