মিডিয়াকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়: বর্তমানে সংস্কার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূূর্ণ’- চাঁপাইনবাবগঞ্জে নরুল ইসলাম বুলবুল

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ঢাকা মহানগর দক্ষিন জামায়াতের আমীর, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং চাঁপাইনবাবঞ্জ সদর আসনে জামায়াতের এমপি পদপ্রার্থী নুরুল ইসলাম বুলবুল বলেছেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে সংস্কার হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। বিশেষ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও মৌলিক সংস্কারসমূহ। সে সব সংস্কারের পর প্রশ্ন আসবে সংস্কার কার্যকর হবে কিনা। এ জন্য রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন। নির্বাচন প্রসঙ্গে বুলবুল বলেন, নির্বাচন সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য এবং অংশগ্রহনমূলক হতে হবে। এটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ পূরণে যে সময়টুকু দরকার, তা সরকারকে দিতে হবে।
গত সোমবার (৯ জুন) রাত ১০টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি অভিজাত রেঁস্তোরায় সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন নুরুল ইসলাম বুলবুল। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত আমীর সামনে এপ্রিলে নির্বাচনকে স্বাগত জানিয়েয়েছেন। তবে তিনি বলেছেন, এজন্য নির্বাচন কমিশন ও সরকারকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনের সংস্কারসহ গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করতে হবে। বিচারিক কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। এসব পূরণ করে যদি সরকার এপ্রিলে নির্বাচন দিতে পারে, তবে তা গ্রহণযোগ্য হতে পারে। নচেৎ আবার একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন দেশকে আবারও পেছনে নিয়ে যাবে।
তিনি আরও বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার আগেই এগুলো নিশ্চিত করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এখন পর্যন্ত ৬টি সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে। এগুলো নিয়ে প্রথম দফায় সরকার রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছে। দ্বিতীয় দফা কথা শুরু হয়েছে। আশার কথা, দ্বিতীয় দফায় অনেক বিষয়ে দলগুলো একমত হয়েছে।
জামায়াত নেতা বলেন, নির্বাচন হলে কি হবে, এটি বড় কথা নয়। একটি অনির্বাচিত সরকারের লম্বা সময় ক্ষমতায় থাকা উচিৎ নয়। যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা যাওয়া উচিৎ। নির্বাচন বিলম্বিত হলে আওয়ামীলীগ সুবিধা পাবে কিনা এমন প্রশ্নের জবাবে কোন মন্তব্য করেনি নি বুলবুল।
তিনি বলেন, নির্বাচনী কাজ জামায়ায়াতের নিয়মিত কাজের অংশ। নির্বাচনের তারিখ ঘোষণার সাথে এর কোন সম্পর্ক নাই। নির্বাচনের জন্য জামায়াতের প্রস্তুতি আছে।
অনুষ্ঠানের শুরুতে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন সমস্যা, এ সবের সমাধান, এবং উন্নয়ন নিয়ে কথা বলেন বুলবুল।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আবুজার গিফফারী, সেক্রেটারী মোঃ আবু বাক্কার, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, নবাবগঞ্জ পৌর আমীর হাফেজ মোঃ গোলাম রাব্বানীসহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের জামায়াত এবং ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.