সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষরা জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) বিকেলে শহরের লেকভিউতে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষরা জেলা শাখার সভাপতি মাওলানা মনিরুল ইসলাম বেলালীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আহম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান মাদানি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জামায়াতের জেলা সেক্রটারী, মাওলানা আজিজুর রহমান, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনি, ভোমরা সিএফ এ্যাসোসিয়েশন ও হাসান গ্রুপের ব্যবস্থপনা পরিচালক মোঃ আবু হাসান, বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল বারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ডাঃ আবুল কালাম বাবলা, জেলা ওলামা বিভাগের সভাপতি ড.রুহুল আমিনসহ অনেকে।
সভায় অন্যানের মধ্যে উপস্থিতি ছিলেন, মাওলানা মনোয়ার হোসেন মোমিন, মনিরুল ইসলাম ফারুকি, মুফতি দেলওয়ার হুসাইন হুযাইফি, মাওলানা আজিজুল ইসলাম জিহাদি, মাওলানা আমিরুল ইসলামসহ অনেকে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধিমো. সেলিম হোসেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.