মাছ-মাংস-ডিমের দাম নিয়ন্ত্রণে বিশেষ টিম গঠনের প্রস্তাব গণঅধিকারের

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: গণঅধিকার পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মাছ, মাংস ও ডিমের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। দাম নিয়ন্ত্রণে ছাত্র-জনতার সমন্বয়ে বিশেষ টিম গঠন করতে হবে এবং প্রতিনিয়ত বাজার মনিটরিং করতে হবে।
রবিবার (১৮ আগস্ট) সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে গণাঅধিকার পরিষদের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ ৯ সদস্যদের প্রতিনিধি ছিলেন। এ সময় রাশেদ খান ১৫টি প্রস্তাবনা তুলে ধরেন।
গণাঅধিকার পরিষদের উল্লেখযোগ্য দাবি হলো– আগামী ১০ দিনের মধ্যে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সব কর্মকর্তার সম্পদের হিসাব গ্রহণ এবং দুর্নীতিবাজ, অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করে শাস্তির মুখোমুখি করতে হবে। ইলিশসহ বিভিন্ন প্রকারের মাছ রফতানির আগে দেশের চাহিদা পূরণ করতে হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো. আনোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.