ভুট্টা তুলতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ছেলে

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে ভুট্টা তুলতে গিয়ে বজ্রপাতের আঘাতে আব্দুল করিম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা ছেলে লেবু মিয়া আহত হয়েছেন।
শুক্রবার (১৬ই মে) সকালে উপজেলার বাউরা ইউনিয়নের সফিরহাট এলাকায় নিজ বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় সফিরহাট বাজারে পান-সুপারির ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঘুম থেকে উঠে আব্দুল করিমসহ তার ছেলে লেবু মিয়া ভুট্টা খেতে যান। এ সময় আকাশে মেঘ জমে গেলে তিনি বাড়িতে ফিরছিলেন। পথে হঠাৎ বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার ছেলে লেবু নিয়ে আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ভুট্টা তুলতে গিয়ে আব্দুল করিমের মৃত্যু হয়েছে। তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে তার ছেলে লেবু মিয়া বাড়িতে এসেছে। তিনি সুস্থ আছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.