ভিয়েতনামে টাইফুন ইয়াগি: মৃতের সংখ্যা বেড়ে-১৯৭

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: উত্তর ভিয়েতনামে টাইফুন ইয়াগির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের পর নিহতের সংখ্যা বেড়ে ১৯৭ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।
দেশটির কৃষি মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ কর্মকর্তারা এক দাপ্তরিক রিপোর্টে বলেছেন, এখনো ১২৮ জন নিখোঁজ রয়েছেন এবং আড়াই লাখ হেক্টরেরও বেশি জমির ফসল নষ্ট হয়েছে। আবহাওয়াবিদদের মতে, ইয়াগি ৩০ বছরের মধ্যে উত্তর ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন।
গত শনিবার ঘণ্টায় ১৪৯ কিলোমিটার (৯২ মাইল)-এর বেশি গতিবেগে আঘাত হানার পর টাইফুনটি অনেক সেতু ভেঙে দিয়েছে, ভবনের ছাদে ফাটল ধরিয়েছে এবং বহু কল-কারখানা ক্ষতিগ্রস্ত করেছে। 
এর ফলে দেশটির উত্তরাঞ্চল মারাত্মক বন্যার কবলে পড়েছে, বেশ কয়েকটি জনপদ আংশিকভাবে পানির নিচে রয়েছে। হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর থেকে  সরে যেতে  বাধ্য হয়েছে। অনেকে বিদ্যুৎ বিচ্ছিন্নতার সঙ্গে লড়াই করছে।
হ্যানয়ের উপকণ্ঠে একটি এলাকায় ১৫ হাজারের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্মকর্তারা জানান, কৃষকরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় ১৫ লাখ হাঁস-মুরগির পাশাপাশি ২৫০০ শূকর, মহিষ ও গরু মারা গেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.