বেলজিয়ামকে বিদায় করে কোয়ার্টারে ইতালি

বিটিসি স্পোর্টস ডেস্ক: বেলজিয়ামকে বিদায় করে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইতালি। ম্যাচে ১-০ গোলে জয় পায় আজ্জুরিরা।
বৃহস্পতিবার রাতে ব্রাসেলসে ১১তম মিনিটে সান্দ্রো টোনালির করা একমাত্র গোলে জয় নিশ্চিত করে লুচিয়ানো স্পালেত্তির শিষ্যরা। ইতালি-বেলজিয়াম ম্যাচের ফল পক্ষে আসায় শেষ আটে উঠেছে ফ্রান্সও।
৫ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ইতালি। তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে ফ্রান্স। বেলজিয়াম ৪ পয়েন্ট নিয়ে আছে তিনে। তাদের সঙ্গে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ইসরায়েলের পয়েন্ট ১। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.