বেলকুচিতে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত সালেহা বাঁচাতে চায়

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ঘাতক মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের চরঘুঘাট গ্রামের বাসিন্দা সালেহা খাতুন (৩৭) তার স্বামী কৃষক লালন হোসেন।
সালেহা খাতুন ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন ধরে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসার খরচ এতদিন কষ্ট করে চালাতে পালেও এখন আর সম্ভব হচ্ছে না। তাই সালেহা খাতুন কে বাঁচাতে পরিবারের পক্ষ থেকে আর্থিক সহোযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
শুক্রবার (১৯ আগষ্ট) সালেহার স্বামী কৃষক লালন হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার স্ত্রী সালেহা খাতুন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত আমি অসহায় দরিদ্র কৃষক দির্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে আসছি, এখন আর পারছিনা, যেখানে দু’বেলা সন্তানদের আহার যোগার করতে পারি না সেখানে ক্যান্সারে আক্রান্ত রোগী নিয়ে কিভাবে বাঁচবো আমি সকলের নিকট আর্থিক ভাবে সহযোগিতা চাই।
তিনি আরও বলেন, গত-২২-০৮-২০১৯ইং তারিখে শহীদ এম,মুনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ডাঃ রাশিদা খাতুন (গাইনী এন্ড অবস্) কে দেখালে তার ব্রেস্ট টিউমার ধরা পড়ে পরবর্তীতে ক্যান্সারে আক্রান্ত হয়। এখন ক্যামোথেরাপী দরকার আমার পক্ষে এতো ব্যয়ভার বহন করা সম্ভব না। আমি আপনাদের সকলের কাছে আর্থিক ভাবে সহোযোগিতা চাই।
সালেহা খাতুন কে চিকিৎসায় সহযোগিতা করতে নিম্নোক্ত একাউন্টে টাকা পাঠাতে পারেন-
০১৯৭৩-৭৪৫৩১৫ (বিকাশ) ০১৫৭৫-০৭২৩০৯ (রকেট, নগদ),
ইসমাইল হোসেন, ৪২০৫-১০১০০৫৪০০ (সোনালী ব্যাংক, এনায়েতপুর থানা-শাখা, সিরাজগঞ্জ) যোগাযোগ-০১৭৯৪-৫৪৮২৩৮ স্বামী মোঃ লালন হোসেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.