বেলকুচিতে তৃতীয় করোনা রোগী শনাক্ত ৭ বাড়ী লকডাউন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ বেলকুচিতে করোনাভাইরাসে আক্রান্ত তৃতীয় রোগী শনাক্ত হওয়ায় আশপাশের ৭ বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। আক্রান্ত রোগীকে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি উপজেলা পৌর এলাকার মুকুন্দগাঁতী পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা । আক্রান্ত ব্যক্তি ঢাকা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও আক্রান্ত রোগীর পারিবারিক সূত্রে জানা যায়, ১৭ মে তিনি ঢাকা থেকে উপজেলার পৌর এলাকার মুকুন্দগাঁতী  পশ্চিমপাড়া গ্রামের তার নিজ বাড়িতে আসে।  তারপর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করে।

গতকাল শনিবার দুপুরে ওই ব্যক্তির করোনা পজেটিভ এর খবর আসে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান বেলকুচিতে করোনা আক্রান্ত হবার বিষয়টি বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করে বলেন, আমরা করোনা আক্রান্ত রোগীর বাড়িসহ আশপাশের আরো ৭ টি বাড়ি লকডাউন করেছি।

রোগীকে হোম কোয়ারেইন্টাইনে রাখা হয়েছে। উপজেলা প্রশাসেন পক্ষ থেকে রোগীর পরিবারকে সার্বিক সহযোগীতা করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.