বেলকুচিতে এনসিপি’র উদ্যােগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উদ্যােগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার।
বৃহস্প্রতিবার (৫ জুন) বিকেলে বেলকুচি সরকারী কলেজ মাঠে জুলাই অভ্যুত্থানের স্বপ্নদ্রষ্টা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা এনসিপি’র নেতৃবিন্দুর সহযোগীতায় যমুনা নদী ভাঙ্গন কবলিত অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, লবন, গুড়ো দুধসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় মাহিন সরকার বলেন, সিরাজগঞ্জের বেলকুচি চৌহালী দুটো উপজেলাই নদী ভাঙ্গনের স্বীকার অনেক মানুষ।
এদের মাঝে অনেক অসহায় পরিবার রয়েছে, যারা তিন বেলা খেতে পায়না। আমরা এনসিপি’র পক্ষ থেকে এই অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দিলাম। যাতে করে ঈদের দিন ভালোভাবে খেতে পারে।
এসময় মাহিন্দ্র সরকারের সাথে আরও উপস্থিত ছিলেন, সমন্বয়ক সাইফুল ইসলাম, মুছা হাসেমী, মুসাব্বির হোসেন, মুস্তাকিম সরকার নিলয়, ইকবাল হোসেন রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ। ঈদের পূর্বে এমন উপহার পেয়ে খুশি এবং উৎফুল্ল অসহায় পরিবারের ব্যক্তিবর্গ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.