বেনফিকাকে উড়িয়ে শেষ আটে ব্রাজিলের পালমেইরাসকে পেল চেলসি
বিটিসি স্পোর্টস ডেস্ক: ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচে দেশি ক্লাব বোতাফোগোকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। কোয়ার্টার ফাইনালে তাদের সঙ্গী চেলসি।
রোববার (২৯ জুন) ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বেনফিকা ও চেলসি। যেখানে ডি মারিয়াদের ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে ইংলিশৈ জায়ান্টরা।
পুরো ম্যাচে আধিপত্য করে খেলেছে চেলসি। কিন্তু নির্ধারিত সময়ের খেলায় খুব একটা সুবিধা করতে পারেনি চেলসি। একের পর এক আক্রমণ ব্যর্থ হওয়ার পর ৬৪তম মিনিটে গিয়ে প্রথম গোলের দেখা পায় তারা। ডি-বক্সের বাইরে বাঁ কোণ থেকে দারুণ এক ফ্রি-কিক শটে জাল খুঁজে নেন রিচ জেমস।
ঝাঁপিয়ে পড়েও বল আটকাতে পারেননি বেনফিকা গোলরক্ষক আনাতোলি ত্রুবিন। এই এক গোলেই জয় নিশ্চিতের পথে ছিল চেলসি। কিন্তু যোগ করা সময়ে বক্সে চেলসি খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টির আবেদন করে বেনফিকা।
ভিআর চেকে রেফারিও সন্তুষ্ট হন। সফল স্পটকিকে দলকে সমতায় ফেরান আনহেল ডি মারিয়া। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে এবার আর বেনফিকাকে পাত্তা দেয়নি চেলসি।
১০৮তম মিনিটে ক্রিস্টোফার এনকুনকু, ১১৪তম মিনিটে পেদ্রো নেতো আর ১১৭তম মিনিটে কিয়েরনান ডুসবারি-হল গোল করে চেলসিকে ৪-১ গোলের বড় জয় এনে দেন।
এর আগে, শনিবার (২৮ জুন) দিবাগত রাতে ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে ১২০ মিনিটের লড়াইয়ে বোতাফাগোকে ১-০ গোলে হারিয়েছে পালমেইরাস। দুই দলের রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা ম্যাচের একমাত্র গোলটি এসেছে ১০০ মিনিটে।
গোলটি করেছেন পালমেইরাসের বদলি তারকা পলিনিও। ডানপ্রান্ত ধরে বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে ড্রিবল করে নিচু কোণাকুণির শটে গোল আদায় করে নেন পলিনিও।
ম্যাচের বাকি সময়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে চেষ্টা করে বোতাফোগো। তবে ১১৬ মিনিটে পালমেইরাস ১০ জনের দলে পরিণত হলেও খুব একটা সুবিধা করতে পারেনি তারা। তাতে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে পালমেইরাস। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.