দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের বিরামপুরে ঈদকে সামনে রেখে অসৎ ব্যবসায়ীদের বাজারে পূণ্য সরবরাহ, বিক্রয় ও মজুদ নিষিদ্ধ যৌন উত্তেজক টাচ, টাইগার, পাওয়ার, আগুন, ওয়ানসহ বিভিন্ন ব্রান্ডের ২০ থেকে ২৫ হাজার বোতল সিরাপ গোডাউনে তল্লাশি চালিয়ে বিরামপুর থানার পুলিশ উদ্ধার করেছেন।
বিরামপুর সার্কলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মঞ্জুরুল ইসলাম জানান, ১ মার্চ রাত্রি সাড়ে বারটায় তাঁর নেতৃত্বে থানা পুলিশের একটি দলকে নিয়ে যৌন উত্তেজক বিভিন্ন ব্রান্ডের প্রচুর পানিয় মজিত রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার কেটরা বাজারর মুদি ব্যবসায়ী কেটরা দেউল গ্রামের মৃত: আহম্মদ আলির ছেলে জয়নাল আবেদিন ওরফে সুমন হোসেন ও তার ভাই আনিছুর রহমান ওরফে ভুট্টু মিয়ার গোডাউন ঘরে অভিযান পরিচালনা করে ২০, থেকে ২৫ হাজার বোতল বাজারে নিষিদ্ধ স্বাস্থ্য হানিকর পানিয় উদ্ধার করেন।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদ্বয় পলাতক রয়েছে। তাতের গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.