ঢাকা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিনিধিদলের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১১টায় গুলশানে বিএনপির
চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় আয়োজিত এই বৈঠক হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী দিনে অনুদান ঋণের বাইরে গিয়ে উন্নয়ন অংশীদার হতে চায় ইউরোপীয় ইউনিয়ন।
তিনি বলেন, ‘নির্বাচিত সরকারের সাথে সবাই স্বস্তিবোধ করে। আগামী সংসদকে ইউরোপীয় ইউনিয়নও সহযোগিতা করতে যাচ্ছে।’ বিচার বিভাগের আলাদা সচিবালয়ের জন্য ইইউ ফান্ডিং করতে আগ্রহী বলেও জানান আমীর খসরু।
এসময় ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়ে ইইউ রাষ্ট্রদূত স্বস্তি জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.