বিএনপি নেতা খায়রুল কবির খোকন কারাগারে

নরসিংদী প্রতিনিধি: আজ বৃহস্পতিবার  নরসিংদীতে গায়েবি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ  দুপুরে জেলা দায়রা জজ আদালতে হাজির হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, একটি গায়েবি মামলায় বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন চান খায়রুল কবির খোকন। তবে জেলা দায়রা জজ আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ সকালে অভিযোগ করেন, আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে সারাদেশের ন্যায় নরসিংদীতেও নির্বাচনী আচরণবিধি তোয়াক্কা করছে না সরকার দলীয় প্রার্থীরা।

বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন এর নামে মিথ্যা মামলা দায়ের করে তাকে নির্বাচন থেকে দুরে রাখার ষড়যন্ত্র চলছে। জেলাব্যাপী পুলিশ প্রশাসন সরকারী দলের প্রার্থীদের পক্ষে কাজ করছে। আমি এধরণের ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.