বাগেরহাটে ইয়ুথ এন্ড চাইল্ড সিকিউরিটি আয়োজনে গণপিটুনিতে হত্যার বিরুদ্ধে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি: বিচার বহির্ভূত হত্যা বন্ধ কর গণপিটুনিতে হত্যার বিরুদ্ধে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। ইয়ুথ এন্ড চাইল্ড সিকিউরিটি বাগেরহাট জেলার আয়োজনে বিচার বহির্ভূত হত্যা বন্ধ কর গণপিটুনিতে হত্যার বিরুদ্ধে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার শহরের প্রেসক্লাব সামনে থেকে শুরু করে শহীদ মিনার পর্যন্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ড চাইল্ড সিকিউরিটি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাফি রহমান,সাধারণ সম্পাদক স্বদেশ রহমান, ইয়ুথ এন্ড চাইল্ড সিকিউরিটি কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি আদিবা হুমায়রা, ক্যাম্পাস সম্পাদক মাহিন হাসনাইন,
সাজ্জা সহ বাগেরহাট জেলা কমিটির সদস্যরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এ মানববন্ধন বক্তারা বলে নবিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ করতে হবে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে শান্তিপূর্ণ ক্যাম্পাস করতে হবে যারা হত্যার সঙ্গে জড়িত দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার করতে হবে এই সকল দাবি পেশ করেন ইউথ এন্ড চাইল্ড সিকিউরিটি এর সদস্যরা সর্বশেষ বাগেরহাটকেন্দ্রীয় শহীদ মিনারে যে মানববন্ধনটি শেষ হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.