বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মেডিকেল ট্রেনিং স্কুলের (ম্যাটস) প্রশাসনিক ভবনে অবশেষে তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ইন্টার্নীশিপ বহালস ৪ দফা দাবিতে সোমবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে ম্যাটসের প্রশাসনিক ও একাডেমী ভবনে তালা ঝুলিয়ে দেয়া হয়।
এ সময় প্রশাসনিক ভবনে দুজন কর্মকর্তা আটকা পড়ে। তারাও শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্ততা প্রকাশ করেন। এর আগে সকাল থেকে ক্যাম্পাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
বাগেরহাট ম্যাটসের সভাপতি মো. রইচউদ্দিন হৃদয় জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশের ম্যাটস শিক্ষার্থীরা স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু ম্যাটস শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করতে একটি কুচক্রী মহল এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
দাবি মানা না হলে দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়ে ওঠা থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হবে। তাই ইন্টার্নীশিপ বহালের দাবিতে আন্দোলন করা হচ্ছে।
ম্যাটস শিক্ষার্থীদের দাবিগুলো হলো: অনতিবিলম্বে ইন্টার্নীশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে। এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে ‘মেডিকেল অ্যাডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োাগ দিতে হবে।
সভাপতি ছাড়াও এ সময় বক্তব্য দেন বাগেরহাট ম্যাটসের শিক্ষার্থী মো. হাসিব বাবু, মো. সাকিল, হিমাসহ আরও অনেকে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.