বাগমারার যোগীপাড়া ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান নির্বাচনে তৌহিদুল নির্বাচিত

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়ের প্যানেল চেয়ারম্যানের নির্বাচন সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হয়েছে।
বিকালে উপজেলা পরিষদের সভাকক্ষে ওই ইউনিয়নের মেম্বরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ৬ ভোট পেয়ে প্রথম প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৌহিদুল ইসলাম।
দ্বিতীয় হিসেবে মোস্তাফিজুর রহমান ও তৃতীয় প্যানেল চেয়ারম্যান হিসেবে রয়েছেন আন্জুয়ারা বেগম। নির্বাচনে রিটানিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
উল্লেখ্য, গত ৫ আগস্টে ভবানীগঞ্জ বাজার ও দেউলিয়া চৌরাস্তায় গুলি ও দেশীয় অস্ত্র দিয়ে ছাত্র-জনতাকে গুরুতার জখম করার ঘটনা ঘটে। ওই মামলায় নামে-বেনামে মোট আসামি করা হয়।
এ ঘটনার পর চেয়ারম্যান মাজেদুর রহমান সোহাগ গা ডাকা দেয়। চেয়ারম্যানের অনুপস্থিতিতে ইউনিয়নের কার্যক্রম ব্যাহত হবার কারণে প্যানেল চেয়ারম্যান নির্বাচন করা হয় বলে জানা গেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.