বাগমারায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে আ. লীগের বিক্ষোভ সমাবেশ

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে উপজেলা আওয়ামীলীগের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উপজেলায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
রোববার ( ৪ আগষ্ট) সকাল সাড়ে ১১টার দিকে বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারে উপজেলা আ’লীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা হল রুমে সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ জিয়া উদ্দিন টিপুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুলের সঞ্চলনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সহসভাপতি এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আ’লীগের সহসভাপতি এ্যাড. ইব্রাহীম হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মর্জিনা বেগম, জেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান, প্রমুখ।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য মাষ্টার জাফর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম তাহেরপুর পৌর আ’লীগের সভাপতি আবু বাক্কার মুনছুর মৃধা সহ আ’লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উপজেলায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার সাংবাদিকদের জানিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.