বাগমারায় ‘তারুণ্যের ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় ‘তারুণ্যের ভাবনায় বাংলাদেশ” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ৪টার দিকে উপজেলা সদর ভবানীগঞ্জ নিউ মার্কেট হলরুমে এ মতবিনিময় সভা করা হয়েছে। উপজেলার সচেতন ছাত্র-নাগরিক সমাজ এর ব্যানারে আয়োজিত মতবিনিময় সভায় বিকেল বেলায় নিউমার্কেট চত্বরে এলাকার তরুণ সমাজের পদচারণায় মুখোরিত ছিল।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু হুরাইরা’র সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মাদ আলী ত্বোহা।
সভায় বক্তব্য রাখেন রাজশাহী সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক কামরুল ইসলাম, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ও শিক্ষক সমিতি বাগমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবর আলী, ইসমাইল হোসেন, প্রমুখ।
সভায় বক্তারা ৫ আগস্ট ফ্যাসিবাদ হাসিনা সরকারের পতনের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে নবগঠিত অন্তরবর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছেন। তারা আগামীর বাংলাদেশ কেমন হবে এ বিষয়ে আলোকপাত করেন।
গত ১৭ বছর ধরে আমরা অনেক কথা বলতে পারি নাই। এখন অন্তত প্রাণ খুলে কথা বলতে পারছি। তারা দুর্নীতি মুক্ত বাংলাদেশ নির্মানে সকলকে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আব্দুল্লাহ আল সালাফি ও সার্বিক সহযোগিতায় ছিলেন ইসমাইল হোসাইন ও তাসলিমুল হাসান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.