বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধি: ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উৎযাপন উপলক্ষ্যে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসারের আয়োজনে বাগমারা উপজেলা মৎস্য দপ্তরে এই সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা আকতারুজ্জামান জাতীয় মৎস্য সপ্তাহের ২০২৪ এর শুভ উদ্বোধন করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ও আলোচনা রাখেন, বাগমারা প্রেস ক্লাবের সভাপতি আফাজ্জল হেসেন, সাধারণ সম্পাদক রাশেদুল হক ফিরোজ, সাংবাদিক মামুনুর রশীদ মামুন, ইউসুফ আলী সরকার, মাহফুজুর রহমান প্রিন্স, হেলাল উদ্দিন, নুর কুুবুল আলম, শামীম রেজা, আব্দুল মতিন প্রমুখ।
অনুষ্ঠানে আগামীকাল বুধবার (৩১ জুলাই) হতে ৫ আগস্ট পর্যন্ত বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহ যথাযথ পালন করা হবে। এতে দ্বিতীয় দিনে বুধবার ব্যানার ফেস্টুন সহযোগে সড়ক র‌্যালি, উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা হবে।
এছাড়া ধারাবাহিক ভাবে জাতীয় মৎস্য সপ্তাহ- ৫ জুলাই সোমবার মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হবে বলে উপজেলা মৎস্য কর্মকর্তা আকতারুজ্জামান জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.