বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আজাহার আলীর মৃত্যু

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আজাহার আলী (৭২) আজ মঙ্গলবার সকালে ভবানীগঞ্জের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্নীয় জন রেখে গেছেন। ভবানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ও পরে নিজ গ্রাম উপজেলার দেউলিয়া জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
তাঁর জানাজায় স্থানীয় সাংসদ এনামুল হকসহ বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। আজাহার আলী একাধারে মুক্তিযোদ্ধা, ভবানীগঞ্জ কলেজের (জাতীয়করণের তালিকাভূক্ত) প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত), দুবারের নির্বাচিত বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয়ভাবে সমাজসেবক হিসাবে পরিচিত ছিলেন। তিনি এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এলাকায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তাঁর অবদান রয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি উপজেলার দ্বীপনগর কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.