বাংলাদেশে সালিশের নামে শিশু অত্যাচার বন্ধে বাংলাদেশি তরুণের পাশে বিশ্ব সম্প্রদায়

 

 

ছবি: সংগৃহীত

বিটিসি নিউজ ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক বাংলাদেশে সালিশের নামে শিশুদের ওপর ভয়াবহ অত্যাচার বন্ধ করতে ফেসবুকে আহ্বান জানিয়েছেন।

শিশু গণমাধ্যম কিডস মিডিয়ার নির্বাহী প্রধান ও শিশু মানবাধিকার কর্মী আরিফ রহমান শিবলী তার ফেসবুক পেজে নাইজেরিয়া ও সেনেগালের ফুটবল খেলোয়াড়, চেক রিপাবলিকের রাজনীতিবিদ ও ফ্রান্সের স্কুল ছাত্রীসহ বিভিন্ন দেশের নাগরিকরা ইতোমধ্যে এর প্রতিবাদ জানিয়েছেন।

এই উদ্যোগের বিষয়ে আরিফ রহমান বলেন, বাংলাদেশ সরকারের করা ২০১৩ সালের শিশু আইন ও জাতিসংঘ শিশু সুরক্ষা আইন ১৯৮৯  এর সুস্পষ্ট লংঘন, সালিশের নামে শিশু অত্যাচার  করা

দেশের বিভিন্ন জেলায় চেয়ারম্যান, মেম্বার, মাতবর, রাজনৈতিক নেতারা শুধু শিশুদের অত্যাচার করছেন তাই নয়, তারা শিশুদের মানসিকভাবে হুমকির দিকে ঠেলে দিচ্ছেন এটা  মেনে নেওয়া যায় না।

এই শিশু মানবাধিকারকর্মী মনে করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও’র তদারকি ও অবহেলার কারণেই শিশুদের প্রতি এমন অত্যাচার হচ্ছে।

অবিলম্বে সালিশের নামে শিশুদের ওপর নির্যাতন বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.