বাংলাদেশ ছাড়া কোনো দেশ থেকে মিত্রবাহিনী ফেরত যায়নি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা প্রতিনিধি:  আজ বুধবার বিকেলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধাপে ধাপে এগিয়ে নিয়ে গেছেন।

এসময় যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ থেকে স্বল্পতম সময়ে মিত্র বাহিনীকে বঙ্গবন্ধু স্বদেশে ফেরত পাঠিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পৃথিবীতে যত দেশে বিপ্লব হয়েছে, যত দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, যত দেশে মিত্রবাহিনী গিয়েছে সাহায্য করতে, কোনো দেশ থেকে মিত্রবাহিনী ফেরত যায়নি।

বাংলাদেশ একমাত্র ব্যতিক্রম। এটা সম্ভব হয়েছে একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো স্বাধীনচেতা নেতা ছিলেন বলে। পাশাপাশি স্বাধীনচেতা নেতা ছিলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।

তাই বঙ্গবন্ধু যখনই তাঁর কাছে প্রস্তাব দিয়েছেন, আপনি আপনার সেনাবাহিনী কখন ফেরত নেবেন? তিনি বলে দিয়েছেন, আপনি যখনই বলবেন তখনই ফেরত যাবে।

বহু আগে থেকেই স্বাধীনতার পরিকল্পনা নিয়ে বঙ্গবন্ধু ধাপে ধাপে এগিয়েছেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, যাতে করে পাকিস্তানের মিলিটারি শাসক বাঙালির উপর দোষ না দিতে পারে যে তারা বিচ্ছিন্নতাবাদী।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.