বিটিসি স্পোর্টস ডেস্ক:গত মৌসুমে অধরা স্বপ্নের ইতি টেনেছিল পিএসজি। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতে ইতিহাস গড়েছিল প্যারিসের দল। সঙ্গে লিগ আঁ ও লিগ কাপ জিতে ট্রেবল সম্পূর্ণ করে ইউরোপীয় ফুটবলে নিজেদের আধিপত্যের জানান দিয়েছিল তারা।
সেই সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ বছর ব্যালন ডি’অর অনুষ্ঠানে বর্ষসেরা ক্লাবের পুরস্কারও জেতে ফরাসি জায়ান্টরা। একই মঞ্চে বর্ষসেরা কোচ নির্বাচিত হন লুইস এনরিকে এবং বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন উসমান দেম্বেলে।
তবে এতসব প্রাপ্তির আনন্দের মাঝেই মাঠে মুখোমুখি হলো হতাশার। লিগ আঁ-তে টানা চার ম্যাচ জয়ের দারুণ সূচনার পর পঞ্চম রাউন্ডে হোঁচট খেল পিএসজি। সোমবার রাতে প্রতিদ্বন্দ্বী মার্সেইয়ের মাঠে ১-০ গোলের হারে মৌসুমের প্রথম স্বাদ নিল তারা।
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে এনরিকের দল। মাত্র পঞ্চম মিনিটে কর্নার থেকে হেডে গোল করেন মরক্কোর ডিফেন্ডার নায়েফ আগার্ড। এরপর আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখালেও ফিনিশিং দুর্বলতায় ব্যর্থ হয় পিএসজি। গোলের উদ্দেশে ১২টি শটের মধ্যে ৫টি ছিল লক্ষ্যে, তবে জালের ঠিকানা খুঁজে পাননি কেউই।
হারের পর লিগ টেবিলেও ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়নরা। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে দুই নম্বরে। সমান পয়েন্ট নিয়েই গোল ব্যবধানে শীর্ষে উঠে গেছে মোনাকো। আর তৃতীয় স্থানে থাকা লিওঁর পয়েন্টও সমান ১২।
গৌরবময় পুরস্কারের রাত তাই মাঠের ফলাফলে ম্লান হলো পিএসজির জন্য। ট্রেবলজয়ী দলের সামনে এখন চ্যালেঞ্জ—টানা সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.