বঙ্গোপসাগরে দুর্ঘটনায় পড়া জাহাজ থেকে জীবিত উদ্ধার-১৪ নাবিক

চট্টগ্রাম ব্যুরো: বঙ্গোপসাগরে দুর্ঘটনায় পড়া গম বোঝাই লাইটার জাহাজ থেকে ১৪ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

গতকাল সোমবার (১৯ অক্টোবর) দিবাগত মধ্যরাতে কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা বঙ্গোপসাগরে টহলরত অবস্থায় লাইটার জাহাজ এম ভি কারিনা-১’র দুর্ঘটনায় কবলিত হবার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জাহাজে থাকা নাবিকদের উদ্ধার করে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানান, সন্দ্বীপ থেকে ১০ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে নোঙ্গরে থাকা অবস্থায় লাইটার জাহাজটিতে ছিদ্র হয়ে পানি ঢুকে এবং ইঞ্জিন রুমে আগুন লাগে।

 

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক বিটিসি নিউজকে জানান, উদ্ধারকরা নাবিকদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য বিসিজি বার্থ পতেঙ্গায় নিয়ে যাওয়া হয়।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উদ্ধারকৃতদের জাহাজ মালিক ও তাদের পরিবারের কাছে হাস্থান্তর করা হয়।

সং বাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স..জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.