বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব-২০১৯ পদ্মা নামলো চলচ্চিত্র উৎসবের “এসো হে বঙ্গপিতা’ প্রদর্শিত”

ইয়াস প্রতিবেদক: রাজশাহীতে পদ্মা নামলো বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব-২০১৯’র ‘চলচ্চিত্র উৎসব-২০১৯’এর। ‘যতদিন রবে পদ্মা-যমুনা, গৌরী-মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার, শেখ মুজিবুর রহমান’ এমনই স্লোগানকে সামনে রেখে ৭ মার্চ হতে রাজশাহীতে পাঁচ দিন ব্যাপী আন্তর্জাতিক এ উৎসব অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (১১মার্চ) বিকেলে রাজশাহী মহানগরীর পদ্মা নদীর র্তীরবর্তী পাঠানপাড়াস্থ লালন শাহ মুক্ত মঞ্চে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন, উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব ও নগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, চলচ্চিত্র নির্মাতা আহসান কবীর লিটন, উৎসব উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামানিক, চলচ্চিত্র নির্মাতা মাহমুদ হোসেন মাসুদ, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদ প্রমূখ।

উৎসবের সমাপনী দিনে সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধুর উপরে নির্মিত তথ্য চিত্র ‘এসো হে বঙ্গপিতা’ প্রদর্শিত হয়। এছাড়াও সমাপনী দিনের বিকেলে মনোমুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে, অরণী সাংস্কৃতিক সংসদ।

উল্লেখ্য, রাজশাহীতে পদ্মা নামলো বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব-২০১৯’র নাট্য উৎসবের সোমবার সন্ধ্যায় উদ্বোধন করা হয়েছে। উৎসবের উদ্বোধন করেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। #প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.