বগুড়া প্রতিনিধি: বগুড়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধারসহ চোরাচালান চক্রের ২ সদস্য গ্রেফতার হয়েছে। গতকাল শুক্রবার রাতে বগুড়া শহরের ঠনঠনিয়া মন্ডল পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- বগুড়া শহরের ঠনঠনিয়া মন্ডলপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে এস এম এ ফেরদৌস (৭৪) ও সূত্রাপুরের মৃত আজিমুদ্দিনের ছেলে মো. রমজান আলী (৫৫)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শহরের ঠনঠনিয়ার ফেরদৌস ফ্রান্স থেকে সাপের বিষ নিয়ে আসে। বিষ নিজ হেফাজতে রেখে তা বিক্রির চেষ্টা করছিল ফেরদৌস। পরে অভিযান চালিয়ে ঠনঠনিয়া, মণ্ডলপাড়ায় পাকা রাস্তার ওপর বিশেষ অভিযান চালিয়ে এস এম এ ফেরদৌস ও মো. রমজান আলীকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামিদের হেফাজত থেকে একটি বড় কাগজের কার্টনের মধ্যে পাঁচটি কাঁচের পাত্রের মধ্যে রাখা অবৈধ সাপের বিষ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি জারে ইংরেজিতে রেড ড্রাগন কোম্পানি ফ্রান্সের তৈরি লেখা আছে। যার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে আমদানি নিষিদ্ধ সাপের বিষ চোরাচালানের মাধ্যমে বিভিন্ন দেশ হতে সংগ্রহ করে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি রাহেনুর ইসলাম। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.