বকশীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত



বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গণমাধ্যম কর্মী ও বিভিন্ন অংশীজনদের নিয়ে মতনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১ টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত ওই  মতবিনিময় সভায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল।
এসময় বক্তব্য রাখেন সাংবাদিক শাহীন আল আমিন, সাংবাদিক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক এমদাদুল হক লালন প্রমুখ।
মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যম কর্মী সহ মৎস্য চাষী ও স্মার্ট মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।
মৎস্য চাষের উৎপাদন বৃদ্ধি করা, মাছের বার্ষিক ঘাটতি পূরণ করা, মৎস্য চাষিদের সুদিন ফেরানো, মৎস্য চাষের সম্ভাবনা ও মৎস্য চাষের সমস্যা নিয়ে আলোচনা করা হয়।  
৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.