ফাঁস হওয়ার শঙ্কায় নিজ দলের কাছেও কৌশল গোপন রাখছেন ফ্রান্স কোচ

বিটিসি স্পোর্টস ডেস্ক: এমনিতে খেলার ফর্মেশন ও কৌশল যতটা আগে সম্ভব দলকে জানিয়ে দেন কোচরা। অনুশীলনে সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়, ফুটবলাররা মানসিকভাবেও তৈরি থাকেন। তবে ফ্রান্সের ক্ষেত্রে ব্যাপারটি এখন ব্যতিক্রম। শেষ সময় পর্যন্ত সবকিছু নিজ দলের কাছ থেকেও গোপন রাখছেন কোচ দিদিয়ে দেশম। তার ধারণা, অনুশীলন সেশন শেষ হতে না হতেই তাদের সব কৌশল ছড়িয়ে পড়ছে সংবাদমাধ্যমে আর জেনে যাচ্ছে প্রতিপক্ষ!
গত শুক্রবার পর্তুগালের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের লড়াইয়ে যেমন, একাদশ খেলা শুরুর আগে একাদশ বদলে ফেলেন কোচ ও ট্যাকটিকাল পরিবর্তনও আনেন। এই বদলের কথা তিনি দলকে জানান হোটেল থেকে মাঠে যাওয়ার পথে টিম বাসে বসে।
ফরাসি ক্রীড়াদৈনিক লেকিপ এই সপ্তাহান্তে খবর প্রকাশ করে, ম্যাচের আগে কৌশল, একাদশ ও দলকে তা জানানোর ধরন টুর্নামেন্টজুড়ে বেশ কবারই বদলে ফেলেছেন কোচ দেশম।
স্পেনের বিপক্ষে সেমি-ফাইনালের আগের দিন সেটা স্বীকার করে নিলেন মিডফিল্ডার আদ্রিয়াঁ রাবিও। কোচের এমন পথ বেছে নেওয়ার কারণও ব্যাখ্যা করলেন এক. সময় পিএসজি ও ইউভেন্তুসে খেলা এই তারকা।
“আমাদের কাছে লুকানোর চেয়ে ব্যাপারটি বেশি বরং আপনাদের কাছ থেকে লুকিয়ে রাখা। অবধারিতভাবেই ক্ষতিকর প্রভাবটা দেখা যায়। একজন কোচের জন্য এভাবে কৌশল প্রয়োগ করা কঠিন, কারণ দেখা যাচ্ছে যে, অনুশীলন শেষ হওয়ার পরপরই নানা তথ্য ফাঁস হয়ে যাচ্ছে।”
“এটা মোটেও ভালো কিছু নয় যে, অনুশীলনে কোনো কিছু নিয়ে অনেক ঘাম ঝরানোর পর, অনুশীলন সেশন শেষ হতেই মিডিয়া এটা ছড়িয়ে দেয়। এভাবে ফাঁস হওয়াটা আমাদের জন্য যেমন এটা বিব্রতকর, আপনাদের জন্যও। কারণ আমাদের সম্ভাব্য কৌশল প্রতিপক্ষ জেনে যাচ্ছে। এজন্যই শেষ মুহূর্ত পর্যন্ত, খেলা শুরুর আগ পর্যন্ত এসব গোপন রাখা হচ্ছে।”
রাবিও বললেন, শেষ মুহূর্তে কোচ ফর্মেশন বদলে ফেললেও দলের মানিয়ে নিতে সমস্যা হচ্ছে না।
“কোচ তাই সব দিকই সামাল দেওয়ার চেষ্টা করছেন। বিভিন্ন ফর্মেশন নিয়ে তিনি কাজ করেছেন আমাদের সঙ্গে। যদি তিনি একদম শেষ সময়ে ফর্মেশন বদলেও ফেলেন, আমাদের বুঝে উঠতে সমস্যা হয় না, আমরা জানি কী করতে হবে, কারণ সবকটি ফর্মেশনেই আমরা অনুশীলন করেছি। এরকম উঁচু-পর্যায়ের ফুটবলে খেলতে হলে সবসময় মানিয়ে নেওয়ার সামর্থ্য থাকতেই হবে।”
এখনও পর্যন্ত ‘ওপেন প্লে’ থেকে কোনো গোল না করেই সেমি-ফাইনালে চলে আসা ফ্রান্স কঠিন এক পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে ফাইনালে ওঠার লড়াইয়ে। তাদের সামনে এখন স্পেন, আসরজুড়ে যারা দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে এবং এখনও পর্যন্ত জিতেছে সব ম্যাচই।
প্রতিপক্ষের প্রতি সেই সমীহ আছে ফ্রান্স দলের ভেতর। তবে নিজেদের সম্ভাবনা নিয়েও দারুণভাবে আশাবাদী রাবিও।
“আমাদের দলে আমরা সবাই একমত যে, তারা এমন একটি দল, বল নিজেদের কাছে রাখতে পারলে তারা সবচেয়ে ভালো খেলে। তারা পরিপূর্ণ একটি দল। তবে আমরাও আত্মবিশ্বাসী, আমাদের জানা আছে নিজেদের করণীয়।”
“তারা এমন দল, যারা গতিময় এবং এখনও পর্যন্ত সব প্রতিপক্ষই তাদেরকে নিজেদের খেলাটা খেলতে দিয়েছে। আমাদেরকে দেখতে হবে, কালকে (মঙ্গলবার) তারা কেমন খেলে, কারণ ফ্রান্সের বিপক্ষে খেলতে নামলেই প্রতিপক্ষ দলগুলি অনেক সময়ই নিজেদের খেলার ধরন বদলে ফেলে।”
দুই দলের এই মহারণ শুরু বাংলাদেশ সময় রাত ১টায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.