প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা বিভাগীয় পর্যায়ের খেলা: বগুড়া পুলিশ লাইন স্কুল চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্টিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলায় সফররত বগুড়া পুলিশ লাইন স্কুল ১১৫ রানে পাবনার রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে।
রোববার (১৬ মার্চ) টসে হেরে বগুড়া পুলিশ লাইন স্কুল ব্যাট করতে নেমে ৪৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১৯০ রান। দলের পক্ষে সর্বোচ্চ আকাশ চন্দ্র৩৭ ও তাহমিদ করিম ৩১ রান করে।
বিপক্ষ দলের পক্ষে সাখাওয়াত ৩২ রানে ৩টি, রিফাত ২৯, জনাদুল ৩২ ও তন্ময় ২৫ রানে ২টি কওে উইকেট নেন। পাবনার রাধানগর মজুমদার একাডেমী ১৯১ রানে টাগের্ট নিয়ে ব্যাট করতে নেমে ৩০ ওভাওে ৭৫ রানে গুড়িয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ জান্নাত ১৯ রান করে। বিপক্ষ দলের পক্ষে তাফসির তরজু ১৪ রানে ৬টি উইকেট নেন।
এছাড়াও আকাশ ১৮ ও মোহাম্মদ ১১ রানে ২টি কওে উইকেট নেন। খেলা শেষে জেলা ও বিভাগীয় পর্যায়ের বিজয়ী দলগলোর হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার শাহীন মিয়া।
বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংক রাজশাহী শাখার ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান মোঃ আব্দুল হালিম।
এ সময় সিনিয়র সহকারী কমিশনার এস এম রকিবুল হাসান, রুপম দাসসহ বিভিন্ন স্কুলের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.