প্রধান উপদেষ্টার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুশি। রোববার (২২ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সাক্ষাতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলাপ হয়।
ইরানের রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রতি ইরান সরকারের সমর্থন ও সহযোগিতার আগ্রহের কথা জানান।
তিনি দ্বিপাক্ষিক সম্পর্ককে সামনে এগিয়ে নিতে বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি, জ্বালানি, শিক্ষা-স্বাস্থ্যসহ অর্থনৈতিক ক্ষেত্রে সম্পৃক্ততা বাড়াতে ইরানের আগ্রহের কথা জানান।
প্রধান উপদেষ্টা ইরানের আগ্রহকে স্বাগত জানান এবং বৈশ্বিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন করায় ইরানকে ধন্যবাদ দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.