প্রকৃতি ও প্রাণীকূলের প্রতি ভালোবাসায় সিংড়ায় পরিবেশ কর্মীদের মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচি

নাটোর প্রতিনিধি: প্রকৃতি ও প্রাণীকূলের প্রতি ভালোবাসায় নাটোরের সিংড়ায় মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচি ঘোষণা করেছে স্থানীয় পরিবেশবাদী সংগঠন “চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি”
বৃহস্পতিবার সকালে চলনবিল গেট এলাকায় অবস্থিত বালুয়া বাসুয়া কেন্দ্রীয় কবরস্থানে শতাধিক নারিকেল ও সুপারি চারা রোপনের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও মাজহারুল ইসলাম।
উপস্থিত ছিলেন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান, বন্যপ্রাণি বিষয়ক সম্পাদক আব্দুল আলীম খাজা, শিক্ষক আবু সাইদ পলাশ, ইকবাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পরিবেশ কর্মী অনিক আহমেদ প্রমূখ।
পরিবেশ কর্মী সাইফুল ইসলাম জানান, প্রাণীকূলের প্রতি ভালোবাসায় উপজেলা প্রশাসন ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সহযোগিতায় মাসব্যাপি তাদের এই বৃক্ষরোপন কর্মসূচি।
উপজেলার বিভিন্ন রাস্তা ও প্রতিষ্ঠানে প্রায় দশ হাজার ফলজ, বনজ ও ঔষধি চারা রোপনের উদ্যোগ নেয়া হয়েছে।
আগামী এক সপ্তাহের মধ্যে প্রায় তিন কিলোমিটার এলাকায় এই কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে এক কিলোমিটার এলাকায় বজ্রপাত প্রতিরোধক তালগাছের চারা রোপনের পরিকল্পনা রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.