প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ

নাটোর প্রতিনিধি: গত ৬ মে ২০ ইং তারিখে বিটিসি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত প্রতি গাছের মূল্য মাত্র ২১৩ টাকা সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নাটোর জোনের সহকারী প্রকৌশলী মুহাম্মদ আহসানুল করিম ।

তিনি প্রতিবাদ লিপিতে লিখেন সংবাদটি অত্র দপ্তর হতে প্রকৃত তথ্য যাচাই না করে পরিবেশন করা হয়েছে ।

প্রকৃত সত্য এই যে দাশুড়িয়া হতে নাটোর পর্যন্ত মহাসড়কের পাশ্বে ৯৬ তম কিলোমিটারে গাজীপুর বিল সংলগ্ন মেসার্স নাটোর এলপিজি ফিলিং ষ্টেশনের সামনে রোপিত ৪৫ টি আম গাছ নগন্য দামে বিক্রয় হয়নি বরং স্পট নিলামে প্রাপ্ত বনবিভাগ কর্তৃক দরের চেয়ে সর্বোচ্চ দামে বিক্রয় করা হয়েছে ।

মেসার্স নাটোর এলপিজি ফিলিং ষ্টেশন কর্তৃপক্ষ গাছগুলো কর্তনের জন্য সড়ক ও জনপথ বিভাগে আবেদন করে ।

আবেদনের প্রেক্ষিতে বিএমডিএ কর্তৃক রোপিত হওয়ায় গাছগুলো সড়ক ও জনপথ বিভাগ পত্রের মাধ্যমে গাছ অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেন।

সে প্রেক্ষিতে বনবিভাগ খড়িযোগ্য গাছের প্রাক্কলন প্রস্তুত করে বিএমডিএ কর্তৃপক্ষের কাছে দাখিল করে।

পরে প্রধান কার্যালয়ের অনুমোদনের পর স্পট নিলামে মাধ্যমে কর্তৃপক্ষের নিয়মানুযায়ী সর্বোচ্চ দরদতা হিসেবে ডাককারী আমির আলী নির্বাচিত হোন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.