পিকআপ ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশু নিহত
ঢাকা প্রতিনিধি: রাজধানীর মোহাম্মদপুরে বেপরোয়া পিকআপের ভ্যানের ধাক্কায় রিকশা আরোহী মায়ের কোল থেকে পড়ে নাবিলা নামের এক শিশু মারা গেছে।
গতকাল রোববার রাত সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে বলে বিটিসি নিউজ ঢাকা প্রতিনিধিকে জানান মোহাম্মদপুর থানার ওসি। তিনি বলেন, মা নাজমা বেগম শিশু নাবিলাকে নিয়ে রিকশায় যাওয়ার পথে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে তারা রাস্তায় পড়ে যান। তখন পিকআপের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় নাবিলা।
পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, ঘাতক পিকআপটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে চালককে।
মোহাম্মাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মীর বিটিসি নিউজকে বলেন, পিছন থেকে একটা পিকআপ এসে ধাক্কা দিলে বাচ্চা ও বাচ্চার মা বাস থেকে পড়ে যায়। এবং বাচ্চাটা পিকআপে চাকার নিচে চলে যায়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.