পিআরের দাবিদাররা আ. লীগের কর্মকাণ্ডে বাতাস করছে : সালাহউদ্দিন

ঢাকা প্রতিনিধি: আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচনব্যবস্থা দেশের স্থিতিশীলতার জন্য মারাত্মক ক্ষতির বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনডিপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দলের অবৈধ ও অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না। সংবিধানের বাইরে গিয়ে কোনো দাবি মেনে নিলে তা দেশের স্থিতিশীলতার জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। যারা পিআর-পিআর করছে, তাদের সঙ্গে থাকা রাজনৈতিক দলের অনেকে আমি-ডামির নির্বাচনে অংশ নিয়েছে। তারা আওয়ামী লীগের সব কর্মকাণ্ডে বাতাস করেছে।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘পিআর মানে পার্মানেন্ট রেস্টলেসনেস। যেসব দেশে পিআর আছে সেখানে সবসময় অস্থিতিশীল পরিবেশ থাকে। এমন ব্যবস্থাকে আমরা আহ্বান জানাতে পারি না। পিআরে কে এমপি হবে সেটা ঠিক করবে আমির সাহেব বা মজলিসে শূরা। এমন পদ্ধতিতে জনগণের প্রতিনিধিত্ব থাকবে না। যারা হীন রাজনৈতিক উদ্দেশ্যে, দলীয় স্বার্থে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে, তাদের প্রতি আহ্বান, জনগণকে বিভ্রান্ত করবেন না।’
বিএনপির এ নেতা অভিযোগ করে বলেন, ‘রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করতে যারা পিআর ইস্যু নিয়ে আন্দোলন করছে, তারাই নির্বাচন বিলম্ব ও বানচালের অপচেষ্টা চালাচ্ছে। নির্বাচন বানচাল হলে অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটবে।’
তিনি বলেন, ‘জামায়াতের নেতৃত্বে কিছু দল যে কর্মসূচি ঘোষণা করেছে, সেটি রাজনৈতিক চর্চা। জনগণ গ্রহণ করলে তারা ইশতেহারে উল্লেখ করে মানুষের রায় নিয়ে তা বাস্তবায়ন করতে পারবে। বিএনপিও ৩১ দফা নিয়ে জনগণের কাছে যাচ্ছে, যা ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গণতান্ত্রিক আবহে জনগণকে বিভ্রান্ত করার কোনো আন্দোলন গ্রহণযোগ্য নয়। এতে ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার আশঙ্কা আছে।’
সর্বশেষ জরিপের তথ্যকে অবিশ্বাসযোগ্য আখ্যা দিয়ে তিনি বলেন, যেখানে দেশের ৫৬ শতাংশ মানুষই পিআর কি তা বোঝে না, সেখানে বলা হচ্ছে ৭০ শতাংশ মানুষ পিআর চায়। এটা বিভ্রান্তি ছড়ানোর শামিল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.