খুলনা ব্যুরো:খুলনার পাইকগাছা পৌরসভার প্রায় ৬০কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (২৫ জুন) দুপুরে মেয়র সেলিম জাহাঙ্গীর নিজ কার্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরের জন্য পৌরসভার প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন।
বাজেটে মোট ৫৯ কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৫১৮ টাকা আয় ও ৫৯ কোটি ২১ লাখ ৩৯ হাজার ৪০৯ টাকা ব্যয় এবং ২৬ লাখ ৩ হাজার ১০৯ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন- প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, কাউন্সিলর আলাউদ্দীন গাজী, অহেদ আলী গাজী, আব্দুল গফফার মোড়ল, এস এম তৈয়েবুর রহমান, রবি শংকর মণ্ডল, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, ইমরান সরদার, ইমদাদুল হক, কবিতা দাশ, আসমা আহম্মেদ, রাফেজা খানম, নির্বাহী প্রকৌশলী নূর আহম্মদ, নবলোকের ব্যবস্থাপক মো. ইব্রাহীম, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, জিয়াউর রহমান, উত্তম ঘোষ, মৃণাল কান্তি সানা, লিটু আলম, কবিতা রানী, রফিকুল ইসলাম, ইমদাদুল হক, হেমেন্দ্রনাথ গাইন ও সাইদুর রহমান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.