পাঁচ উপদেষ্টার সঙ্গে বৈঠকে আনসার সদস্যরা

 

ঢাকা প্রতিনিধি: আনসার বাহিনীর দশ সদস্যকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠকে বসেছেন পাঁচ উপদেষ্টা। রোববার (২৫ আগস্ট) রাত ৮টায় শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৈঠকে যোগ দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এই চার উপদেষ্টার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া গেলেও আর কোন উপদেষ্টা বৈঠকে অংশ নিয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, আনসার সদস্যদের দাবি দাওয়া নিয়ে এ বৈঠক থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। আনসার বাহিনীর দাবি মেনে নিতে সরকারের কিছুটা সময় লাগবে বলেও এ বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া জাতীয়করণ করতে আইনি প্রক্রিয়া ও সংকট নিয়েও আলোচনা হওয়ার কথা।
সরজমিনে দেখা গেছে, সচিবালয়ের সবগুলো গেট বন্ধ রয়েছে। বাইরে বিক্ষোভ করছেন আনসারের সদস্যরা। এতে সচিবালয়ের ভেতরে থাকা নারী কর্মকর্তা-কর্মচারীরা বেশি বিপাকে পড়েছেন। তারা বলছেন, বাসায় গিয়ে রান্না করার প্রয়োজন, ছোট বাচ্চারা রয়েছে। আমাদের কোনো নিরাপত্তা নেই। আমাদের উদ্ধার করুন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক এপিবিএন সদস্য বলেন, সকাল থেকেই ডিউটি করছি। সারাদিন খাবার খাইনি। খাবার আসতেও পারেনি। এখন বাধ্য হয়েই দেওয়াল টপকে বের হব।
রেজওয়ান নামের আরেক কর্মচারী বলেন, কখন বের হতে পারব জানি না। এ এক অনিশ্চিত বিষয়। আমরা সকাল থেকেই বন্দি। ভেতরে পর্যাপ্ত খাবার নেই। বাধ্য হয়েই দেওয়াল টপকে বের হব।
আনসারদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তাদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি। দাবি না আদায় হওয়া পর্যন্ত সচিবালয় থেকে কাউকে বের হতে দেবেন না এবং কাউকে প্রবেশ করতে দেবেন না বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী আনসার সদস্যরা।
সচিবালয়ের সবগুলো গেট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন অনেকেই। কর্মকর্তা-কর্মচারীসহ অনেকে বের হতে না পেরে সচিবালয়ের ভেতরের গেটগুলোর সামনে অবস্থান করতে দেখা গেছে। পরে বিকাল ৫টা ১০ মিনিটে সচিবালয়ের ৫ নং গেট প্রেসক্লাবের সামনের গেট দিয়ে ধীরে ধীরে কর্মকর্তা-কর্মচারীদের বের হতে দেখা গেছে।
রোববার চাকরি জাতীয়করণের দাবিতে সকাল থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন আনসার সদস্যরা। এক পর্যায়ে দুপুরে ১টার দিকে সচিবালয়ে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। তারা সচিবালয়ের তিন নম্বর গেট দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে ঢুকে পড়েন।
অর্ধশতাধিক আনসার ঢুকে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেটি দ্রুত বন্ধ করে দেয়। আনসাররা ভেতরে ঢুকে চাকরি জাতীয়করণের দাবিতে স্লোগান দিতে থাকেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গঠিত হয় অন্তবর্তী সরকার।
আওয়ামী লীগ সরকারের পতনের পর সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন খাতের বঞ্চিতরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করে আসছেন। এজন্য বিভিন্ন সময়ে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ থাকতে হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.