বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পর্তুগাল আগামী ‘সেপ্টেম্বরের প্রথম দিকেই’ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম বৃহস্পতিবার (৩১ জুলাই) এ খবর জানিয়েছে।
দৈনিক ডায়ারিও ডি নোটিসিয়াস এবং অন্যান্য সংবাদমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রোর কার্যালয় জানিয়েছে, জাতিসংঘ সম্মেলনে উপস্থিত রাষ্ট্রগুলোর উপস্থাপিত এবং মূলত বৈধ শর্তগুলো পূরণ করা হলে পর্তুগাল সেপ্টেম্বরের প্রথম দিকে নিউ ইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে।
এর নিয়ে প্রধানমন্ত্রী মন্টিনিগ্রো প্রথমে দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসার সঙ্গে এবং সংসদের দলগুলোর সঙ্গে পরামর্শ করবে বলেও জানানো হয়।
পর্তুগালের প্রধানমন্ত্রীর কার্যালয় আরও বলেছে, তারা ইতোমধ্যেই স্বীকৃতি প্রক্রিয়া শুরু করার জন্য বিশ্লেষণ বা শর্তগুলো ব্যাখ্যা করেছে। এর মধ্যে রয়েছে ‘একটি দেশের সঙ্গে চুক্তি – যাদের সঙ্গে আমরা একটি স্থায়ী সংলাপ বজায় রেখেছি এবং যারা এই সম্মেলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।’
এদিকে, যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল ২০২৩ সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে। অঞ্চলজুড়ে এখন পর্যন্ত ৬০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই অবিরাম বোমাবর্ষণে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।
গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.